সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেবাংলাদেশের হারদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ব্যবধানে জয় পেল বাংলাদেশের মেয়েরা। সফররত আইরিশ মেয়েদের ১৫৪ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে বাংলাদেশ মেয়েদের রানে ব্যবধানে সর্বোচ্চ জয় ছিল ১১৯ রানের।
মঙ্গলবার (২৭ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে ফারজানা হক ও শারমিন সুপ্তার জোড়া ফিফটিতে ৪ উইকেটে ২৫২ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট রতে নেমে টাইগ্রেস বোলারদের বিপক্ষে ২৮.৫ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংস।
আইরিশ মেয়েদের শতরাতের নিচে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া হ্যাটট্রিক উইকেট শিকারের সুযোগ তৈরি করা মারুফা আক্তার নিয়েছেন ২টি উইকেট।
এর আগে ওপেনার ফারজানা হক ৬১ এবং শারমিন সুপ্তা ৯৬ রানের ভর করে ২৫২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ দু’জন ছাড়া ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ এবং মুর্শিদা খাতুন ৩৮ রান করেন।