১৩/০৬/২০২৫, ১৪:১০ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৪:১০ অপরাহ্ণ

দুই ধাপ কমানো হলো রেলস্টেশনের গ্রেড, আশুগঞ্জে মানববন্ধন-প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে দাবি আদায়ে দীর্ঘ দুই ঘন্টার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমন করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ আশুগঞ্জ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটি, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, উপজেলা জামায়াত আমীর মো. শাহজাহান, যুবদল সভাপতি আলমগীর খা, আশ্রয় বিদ্যাপীঠের উপদেষ্টা হাসান ইমরান, মানবিক আশুগঞ্জের সভাপতি আলাউদ্দিন অমি প্রমুখ।

মানববন্ধনে শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন ইপটি বলেন, এই মানববন্ধন আমাদের কোন দাবি নয়, আমাদের অধিকার। স্টেশনটিকে বি গ্রেড থেকে ডি গ্রেডে নামিয়ে আনা হয়েছে। আবারও স্টেশনটি বি গ্রেড পুনর্বহাল দাবি করছি। নাহলে বৃহৎ পরিসরে আন্দোলনে আমরা নামবো।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, আশুগঞ্জ হচ্ছে বাংলাদেশের অন্যতম শিল্পনগরী। এখানে আটটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এখানে চাহিদার তুলনায় ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দ খুবই কম। অথচ গত ফ্যাসিস্ট সরকার এই স্টেশনটি বি গ্রেড থেকে এ গ্রেডে উন্নতি না করে উল্টো দুই ধাপ অবনমন করে ডি গ্রেড করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ও রেল উপদেষ্টার কাছে দাবি জানাই, আগামী এক সপ্তাহের মধ্যে বি গ্রেডে পুনর্বহাল না করা হলে রেলপথ ও সড়ক পথ অবরোধের ঘোষণা দেওয়া হবে। তখন কিন্তু দেশের পূর্বাঞ্চল অচল হয়ে যাবে।

পড়ুন: খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

দেখুন: বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু কাশ্মীরে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন