প্রিয়জন নিয়ে তারকাদের বৃষ্টিতে রোম্যান্টিসিজম খুব কমই দেখা মেলে। এবার তেমনই কিছু দেখিয়ে সকলকে চমকে দিলেন তাহসান-রোজা দম্পতি।
সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।

রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর।
একদিকে নিজের কাজ, সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভ্লগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ।
পড়ুন: নীল সাগরের পাড়ে তাহসান-রোজার ‘মধুর মুহূর্ত’
দেখুন: এক হচ্ছেন তাহসান-মিথিলা?
এস