39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

পদপিষ্ট হয়ে রোহিঙ্গা সদস্যের মৃত্যু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন নেয়ামত উল্লাহ। তিনি ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতদের মধ্যে আছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ এবং বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ। গুরুতর আহত আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে আয়োজিত এক ইফতার মাহফিলে পদপিষ্ট হওয়ার ফলে নেয়ামত উল্লাহ নামে এক রোহিঙ্গা বৃদ্ধের মৃত্যু ঘটে এবং আরও দুইজন আহত হন।

এনএ/

দেখুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইফতারের অপেক্ষায় ইউনূস-গুতেরেস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন