28.4 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

র‍্যাবের যৌথ অভিযানে রাজধানীর আদাবরের শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সহযোগী ভোলা থেকে গ্রেপ্তার

র‍্যাবের যৌথ অভিযানে রাজধানীর আদাবরের শীর্ষ সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কব্জিকাটা আনোয়ার এবং টুন্ডা বাবুর অন্যতম সহযোগী মোঃ রুবেল(পানি রুবেল)( ২৫) কে ভোলা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব ২ ও ৮ এর সদস্যরা।সোমবার রাতে ভোলা সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়।র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত রুবেল রাজধানীর আদাবর থানায় করা হত্যা চেষ্টা মাললার আসামী। রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে আটককৃত আসামী বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য একই পরিবারের দুই ভাই বিজয় ও মোঃ রাসেল তাদের অনুরোধ করেন। এর কারনে আটককৃত আসামী তার দলবল নিয়ে দুই ভাইকে দেশীয় অস্ত্র ও সামুরাই দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।পরে আহতের মা বাদী হয়ে ২০ ফেব্রয়ারী আদাবর থানায় ৭ জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৯/১০ জন আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।আটককৃত আসামী রুবেল ওই ঘটনার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‍্যাবের ২ ও ৮ এর যৌথ অভিযানে ভোলা সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি,ছিনতাই ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা রয়েছে বলেও জানা যায়।আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: ভোলায় দুই সাংবাদিকদের উপর হামলার ঘটনায় র‍্যাবের অভিযানে ৩ আসামী গ্রেফতার

দেখুন: রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন