২১/০৬/২০২৫, ২৩:৫৬ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৫৬ অপরাহ্ণ

লক্ষাধিক শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনের ২য় সপ্তাহে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনের ২য় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নেয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকতা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, ইতোমধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে সেগুলো শেষ হওয়ার পর সবকিছু ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতে এক লাখ এক হাজার ১৪২টি এমপিওভুক্ত শূন্য পদের তথ্য রয়েছে। এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিছু বিষয় পরিবর্তন আনা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ খ্রিষ্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেতো। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিলো চূড়ান্ত। ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ।

পড়ুন: ২০০৯ থেকে ২৪ পর্যন্ত ঢাবির শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন

দেখুন: সেই সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন