সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও দাওয়াতি কার্যক্রমে গতি আনতে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী’র বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ সভা (টিএস) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দিঘলী উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন দিঘলী ইউনিয়নের আমির মাওলানা মাসউদুল করিম। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন।
বক্তারা বলেন, সময়ের দাবি অনুযায়ী সংগঠনের প্রতিটি স্তরে দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আদর্শিক কর্মী গড়ে তুলতেই এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ, নির্বাচিত কর্মী ও ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
