লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আফনান পাটওয়ারি ও সাব্বির আহমেদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করে সন্ত্রাসীদের হুমকিতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা।
ছাত্র আন্দোলনে নিহত আফনানের বাড়ি লক্ষ্মীপুর শহরের বাস টার্মিনাল এলাকার আরমান মিজি মসজিদ বাড়ী এলাকায়। লক্ষ্মীপুরের ভিক্টোরিয়া কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ছিল। ভয়ে বাড়ী ছাড়া আফনানের মা ও একমাত্র বোন। বিশেষ ব্যবস্থায় গোপনে তাদের সঙ্গে কথা বলতে সক্ষম হয় নাগরিকের প্রতিবেদক।
আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত আরেকজন সাব্বির হোসেন রাসেল। এইচ এস সি পাস করে দালাল বাজার ডিগ্রি কলেজে ডিগ্রিতে ভর্তি হন। থাকতেন নানা বাড়িতে। তার নানার বাড়ীতে গিয়েও দেখা গেছে এখনো থামেনি পরিবারের আহাজারি। আছে হুমকিও।
লক্ষ্মীপুর জেলার ৪ শিক্ষার্থী হত্যার বিচার দাবী করেন শিক্ষার্থীরা। পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবীও করেন তারা।
পরাজিতরা নানাভাবে আন্দোলনে অংশগ্রহণকারীদের হয়রানি ও হুমকি দিচ্ছে, এর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের আশা ভুক্তভোগীদের।