23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনরা।

আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর সোয়া ২টায় ব্যাংকের বুথে গিয়ে টাকা তোলেন তিনি। এরপর ঢাকা ক্লাবে (রমনায়) যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান।

ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানানশাকরিন সিদ্দিক।

পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে। আ আ ম স আরেফিন সিদ্দিকের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

২০০৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেয়া হয় অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

পড়ুন : ‘শিক্ষক নিয়োগের ফল আইনি প্রক্রিয়া মেনে ঘোষণা হয়েছে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন