লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) ‘রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ)’ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নিজের রক্তের গ্রুপ জানুন, অন্যকেও সচেতন করুন! -এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইনটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীদের রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে রক্তের গ্রুপ নির্ধারণ করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য-পরামর্শ প্রদান করা হয়।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মানুষের জরুরি প্রয়োজনে রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
স্কুল শিক্ষার্থী, অভিভাবক, যুবসমাজসহ নানা বয়সের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজ সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, রোজ সংস্থা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের ক্যাম্পেইন ছিল সংস্থাটির মানবিক কাজেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।
পড়ুন: বৃত্তি পরীক্ষায় ১ম হলো লালমনিরহাটের শিবরাম স্কুল
দেখুন: লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা
এস