ম্যাক্স ফাউন্ডেশনের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (এইচভিইউপি)’ প্রকল্পটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ও সারপুকুর ইউনিয়ন এবং সদর উপজেলার লালমনিরহাট পৌরসভা, হারাটি, মহেন্দ্রনগর, মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নে ২০২২ সালের নভেম্বর থেকে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH), পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে। জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর ও অংশগ্রহণমূলক উদ্যোগ হিসেবে এই প্রকল্প ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
এই সফল উদ্যোগের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এবং সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নেও প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে।
বুধবার (১৪ মে) মোগলহাট ইউনিয়নে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শেখার সফরের আয়োজন করা হয়। সফরে উক্ত দুটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, ইএসডিও বিডি রুরাল ওয়াস প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সফরকালে মোগলহাট ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এরপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, এইচভিইউপি প্রকল্পের মাধ্যমে জনগণ স্বাস্থ্য, পুষ্টি ও স্যানিটেশন সম্পর্কে সচেতন হচ্ছেন। এতে তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও কমছে।
মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, মোগলহাটে আমরা দেখেছি কীভাবে সমন্বিত প্রচেষ্টায় একটি কমিউনিটিকে স্বাস্থ্যসম্মত করে তোলা সম্ভব। এই অভিজ্ঞতা আমাদের নিজেদের ইউনিয়নে বাস্তবায়নের মধ্য দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে নেবে।
এই অভিজ্ঞতা বিনিময় সফর জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক শেখা, কার্যকর উদ্যোগ অনুকরণ এবং টেকসই উন্নয়নের ধারা জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে মোগলহাট, দুর্গাপুর ও বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিনিধি, ইএসডিও-এইচভিইউপি ও বিডি রুরাল ওয়াস প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সাংবাদিকরা।
পড়ুন: ময়মনসিংহে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
দেখুন: ত্রিশালে দু’শ বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ
ইম/