ভোলার লালমোহন পৌর শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা শুরু হয়েছে। দীর্ঘদিন এ শহরে স্থায়ী ও অস্থায়ী কোনো ডাস্টবিন না থাকায় শহরটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল। পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পরিচ্ছন্ন শহর গড়তে গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে প্রাথমিক পর্যায়ে ৭০টি আধুনিক অস্থায়ী প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। এতে করে বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনা ওই ডাস্টবিনে ফেলতে পারবেন।
লালমোহন পৌরসভা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন স্থানে পশু ও হাঁস-মুরগীর বর্জ্য, হোটেল রেঁস্তোরার আবর্জনাসহ পানীয় বর্জ্য যত্রতত্র ফেলে রাখা হচ্ছিল। যার দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছিলেন ব্যবসায়ী এবং পথচারীরা।পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকিতে নিমজ্জিত ছিলো পৌর শহর বাসী।পাশাপাশি এসব বর্জ্য অপসারণ করতে গিয়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
তারা আরো জানান,তবে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে নানামুখী জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছেন তিনি। আশা করা যাচ্ছে এই কার্যক্রমের ফলে খুব শিগগিরই একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব হবে। তবে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে পৌরশহরের সকলকে নির্দিষ্ট ওই ডাস্টবিনেই ময়লা-আবর্জনা ফেলতে হবে।

এদিকে লালমোহন পৌর শহরের সদর রোডস্থ শামিম মেডিকেল হলের মালিক আব্দুল্লাহ আল-মামুন জানান, এটি খুবই সুন্দর একটি উদ্যোগ।
তবে এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে বাজারের সকল ব্যবসায়ী এবং পথচারীদেরও সচেতন হতে হবে।একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সকল অবর্জনাও পৌরসভার স্থাপিত ওই নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ শাহ আজিজ বলেন, পৌরবাসীর সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। একই সঙ্গে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে এই ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এই ডাস্টবিনের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে এজন্য নাগরবাসীদের আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। সকলের অংশীদারিত্বের মাধ্যমেই আমরা একটি পরিচ্ছন্ন শহর গড়তে পারবো বলেও জানান এ কর্মকর্তা।
পড়ুন: ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
দেখুন: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ |
ইম/