31 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

লিচুর ফলনে লাভের আশা মাগুরার চাষিদের

মাগুরা জেলায় ৬৬৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। খারাপ আবহাওয়ায় আগাম জাতের হাজারাপুরী জাতের লিচুর ফলন কম। তবে ভালো ফলন মিলেছে বোম্বে লিচুতে। তাই এবার লাভের আশা লিচুবাগানীদের।

লিচুর মৌসুম এলেই মাগুরার হাজরাপুর, ইছাখাদা, উথলিসহ প্রায় ৩০ গ্রাম পাইকার ও শ্রমজীবি মানুষের আনাগোনায় মুখোরিত হয়ে উঠে।

লিচুর স্বাদের সুনাম রয়েছে এই এলাকায়। তাই এখনে আসেন সারা দেশের পাইকারিরা। লিচু গাছে মুকুল আসতেই কেনা-বেচা শেষ। দেশী জাতের ফলন কম হলেও বোম্বাই লিচুর ফলনেও দাম নিয়ে সন্তুষ্ট কৃষক।

মাগুরা জেলায় লিচুর ব্যবসায় লেনদন হয়েছে প্রায় ১ কোটি টাকার বেশি, জানিয়েছে কৃষি অফিস।

লিচুর ব্যবসা মাগুরার অনেক পরিবারের জীবিকা। তাই লিচু চাষে সরকারের সহযোগিতার দাবি বাগানিদের।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন