28 C
Dhaka
সোমবার, নভেম্বর ১১, ২০২৪
বিজ্ঞাপন

লিটন নেই দলে, দুই পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে বলতে গেলে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৭ উইকেটে। তবে সিরিজের সমতা ফেরানোর সুযোগ আছে নাজমুল হাসান শান্তদের। আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম।

মিরপুর টেস্টে এক পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। চট্টগ্রামে দুই স্পিনার ও দুই পেসার নিয়ে নামছে বাংলাদেশ।

চোটের কারণে আগেই বাদ পড়েছেন জাকের আলী অনিক। অসুস্থতার জন্য লিটন দাস খেলতে পারবেন না। এছাড়া বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কন ও ওপেনার জাকির হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে আজই টেস্ট অভিষেক হতে যাচ্ছে অঙ্কনের।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন