24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৪৫ বাংলাদেশি দেশে ফিরলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক এবং কিছু শিক্ষার্থীও রয়েছেন। লিবিয়ায় সাম্প্রতিক সংঘাতের কারণে তারা দেশে ফিরতে বাধ্য হন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

দেশে ফিরতে থাকা এই বাংলাদেশিদের স্বাগত জানানো হয়েছে বিমানবন্দরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যথাযথ স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করতে কাজ করছে। এ সময় বিদেশে কর্মরত অন্যান্য বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে লিবিয়া কাজ করছিলেন,

কিন্তু চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তার ঝুঁকির কারণে তারা দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

আইএমও’র পক্ষ থেকে লিবিয়া থেকে  প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

পড়ুন:বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত অন্তর্বর্তী সরকার: হাইকোর্টের পর্যবেক্ষণ

দেখুন: বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত অন্তর্বর্তী সরকার: হাইকোর্টের পর্যবেক্ষণ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন