আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতিসংঘের প্রতিবেদনে ১ হাজার ৪শ মানুষকে হত্যার তথ্য উঠে এলেও এই সংখ্যা আরও বেশি বলেও জানান প্রেস সচিব।
আজ সোমবার (১২ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল। এ জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত সব রাজনৈতিক দলের সমর্থন ছিল। সব দলের সঙ্গে সরকারের পরামর্শ হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, এতে স্বস্তি ফিরেছে দেশের মানুষের মধ্যে।
সংবাদ কর্মীদের অধিকার ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সংবাদ কর্মীদের সুবিধার বিষয়ে ইউনিয়নগুলোর কথা বলা উচিত।
এ সময় ভারতে বাংলাদেশি সাতটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব এটিকে ন্যক্কারজনক ঘটনা উল্লেখ করে বলেন, ভারত সত্য কথা নিতে পারছে না। তবে পাল্টা অ্যাকশনে যাব না বাংলাদেশ। এতে ভারতের অ্যাকশনকে বৈধতা দেয়া হবে বলে মনে করেন প্রেস সচিব।
এনএ/