27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্ত ছিল বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল 

আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এবং এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।   

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনো হয়েছিল।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগ, যুবলীগ এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন কিনা, সেটিও তদন্ত করতে হবে।’

আসাদুজ্জামান প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে বলেন, ‘একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন আবার একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে দুর্বল করার চক্রান্তে মেতে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র, যার ফলে তৈরি হয়েছে জুলাই বিপ্লব।’

তিনি আরও বলেন, ‘কমিশন এ সংক্রান্ত সব তথ্য বের করে আনবে। এ দেশের সার্বভৌমত্ব নষ্ট করার জন্যই ৫৭ জন চৌকস সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। জড়িতদের পাশাপাশি যারা মাস্টারমাইন্ড ছিলো তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’

এনএ/

দেখুন: ১৩ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন