27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

লেকের পানিতে হাত পা ভাসিয়ে ঘুমাচ্ছিলেন যুবক, মৃত ভেবে ভিডিও ভাইরাল

চাঁদপুর শহরে লেকের পানিতে নেমে ভাসমান অবস্থায় হাত পা ছেড়ে আধঘন্টা যাবৎ ঘুমাচ্ছিলেন এক যুবক। আর তা দেখে অনেকেই এটি মরা মানুষের লাশ ভাসছে ভেবে ভিডিও করে ফেসবুকে প্রচার করে।

১২ মার্চ বুধবার দুপুরে হাসান আলী মাঠের লেকে এমন কান্ড হয়। যদিও মো. কাদির নামে এক লোক যুবককে মৃত ভেবে লেকের পানিতে নেমে তাকে উপরে টেনে তুলে। এরপর তার বুকে কয়েক বার চেপে পানি বের করতেই সে চোখ খুলে হেসে দিয়ে উঠে বসে। ততক্ষণে তার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

মো. কাদির নামের ওই উদ্ধার কর্মী বলেন, হাত পা ছেড়ে লেকে ভাসমান ওই যুবকের মরদেহ দেখে উৎসুক জনতা ভীর করে। অনেকেই ভিডিও করে লোকটি মারা গেছে ভেবে আতঙ্কিত হচ্ছিলো। কৌতুহল বশত আমার মায়া লাগায় আমি স্বেচ্ছায় লেকের পানিতে নেমে তাকে ঠেলতে ঠেলতে কিনারে এনে টেনে তুলি। একটি বারের জন্যও বুঝিনি যে বেঁচে আছে। পরে তার বুকে কয়েক বার চাপ দিয়ে পানি বের করলে সে হেসে দেয় এবং উঠে বসে। যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। মূলত যুবক ছেলেটি এক প্রকারের পাগল মনে হলো।

জানা যায়, এই যুবকটি কুমিল্লার ধর্মসাগর পার্ক ভিক্ষাবৃত্তি করে। কখনো কখনো এই ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ভ্রমণ পিপাসু মানুষকে হেনস্তাও করে। এটা করে তার ভালো লাগে। ভিক্ষার টাকায় গঞ্জিকা সেবন ও সিগারেট সেবন করায় সে ওখানকার পরিচিত মুখ। এই যুবক চাঁদপুরের অনেকের কাছে কিছু সময়ের জন্য ভাইরাল হয়েছে। তবে কেনো চাঁদপুরে এসেছিলেন তা জানা যায়নি এবং এমনকি তার নাম পরিচয়ও পাওয়া যায়নি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, লেকের পানিতে নেমে আধঘন্টা ভাসমান অবস্থায় মরা মানুষের মতো ঘুমিয়ে পড়ে মানুষকে বোকা বানিয়েছেন এক যুবক। ততক্ষণেই স্থানীয় টিকটকার ও ইউটিউবাররা তাকে লেকে লাশ ভাসছে আখ্যা দিয়ে অল্প কয়েক সেকেন্ডের ভিডিও করে ভাইরাল করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত দেখে মানসিক সমস্যা বুঝতে পেরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

পড়ুন : বিমানবন্দর থেকে চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন