17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ২৩

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।

আজ বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে লেবাননের সরকারি বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলু জানিয়েছে, নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলাগুলো চালানো হয়েছে। অন্যদিকে পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই জেলায় টাউলিন শহরে বিমান হামলায় তিনজন নিহত হয়েছে।

লেবাননের সংবাদ সংস্থার রিপোর্ট জানিয়েছে, টায়ার জেলায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং আরও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন