24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

লেবাননের এক বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৯

লেবাননের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী ও শিশু। গত মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় সিডন জেলার তেফাহতা গ্রামের একটি বাড়িতে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ছয় নারী ও পাঁচ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। নিহতদের মধ্যে সাবেক স্কুলের অধ্যক্ষ আহমেদ এজেদিন এবং তার পরিবারের তিন প্রজন্মের সদস্যরা রয়েছেন। যারা সবাই তেফাহতা গ্রামের তিনতলা ভবনে থাকতেন।

এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে তারা ছাড়াও গ্রামের ইমাম শেখ আবদোসহ আরো দুই পথচারীও আছেন। 

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই বিষয়ে কোন মন্তব্য করেনি। গত চার সপ্তাহ ধরে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন