লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন তিন সাংবাদিক। আজ শুক্রবার (২৫ অক্টােবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়াহ। তবে নিহত সাংবাদিকদের নাম পরিচয় এবং কর্মস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার কয়েক ঘণ্টা আগে লেবানিজ সশস্ত্র বাহিনী (এলএএফ) এর তিনজন সেনা নিহত হয়। আর গত বছরের ডিসেম্বরে ইসরাইলি ট্যাঙ্কের গুলিতে রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহকে হত্যার পর এই প্রথম সাংবাদিক নিহতের হওয়ার ঘটনা ঘটেছে।
এছাড়া, আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হাসবাইয়া এলাকা তুলনামূলকভাবে শান্ত ছিল। এখানে হামলার আগে কোনো সতর্কবার্তাও দেয়নি ইসরাইল।
সিরিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত ওই এলাকায় আজ স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা) এই ঘটনা ঘটে।