লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা ও শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি সোমবার বলেছে, দক্ষিণ লেবাননের মেরুয়ানিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খারায়েব শহরে ইসরায়েলের আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের এই মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাবলিয়াহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ আরও ছয়জন নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে ইসরায়েলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলের বালবেক শহরে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে পৃথকভাবে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২৫০০ মানুষ নিহত এবং আরও ১১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।