লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় লেবাননে কমপক্ষে নিহতের সংখ্যা ১৮২ ও ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১ টা ৪৯ মিনিটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৮২ জন নিহত ও আরও ৭০০ জনের বেশি আহত হয়েছেন।
বিবিসির একজন প্রতিনিধি জানিয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে লেবাননে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ জন সদস্য রয়েছেন।