17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ১০৫

লেবাননে নিজেদের বর্বর হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় এ হামলায় অন্তত আরও ১০৫ জন নিহত হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অবিরাম হামলার কারণে আরও একটি রক্তাক্ত দিনের স্বাক্ষী হয়েছে লেবানন।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিরলস ইসরায়েলি বোমাবর্ষণে সারাদেশে কমপক্ষে ১০৫ জন নিহত এবং আরও ৩৫৯ জন আহত হয়েছেন।

এছাড়াও, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামাঞ্চল, বেকা, বালবেক-হারমেল এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের এ হামলাকে লেবাননের বিভিন্ন রাজনীতিবিদরা গণহত্যা বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন