ইসরায়েলের বর্বর হামলায় লেবাননের উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক এবং তার সংলগ্ন গ্রামগুলোতে ৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৭২ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এনএনএ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চল এবং বৈরুতে বিমান অভিযান চালিয়েছে ইসরায়েল।
আরেক প্রতিবেদনে লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, বৃহস্পতিবার-শুক্রবারের হামলায় নিহতদের সবাই উত্তরপূর্বাঞ্চলীয় শহর বালবেক ও মাকনেহ শহর এবং এ দু’শহরের সংলগ্ন গ্রাম বুদায়, দৌরিস, আমহাজ, তারায়াহ এবং কামাতিয়েহর বাসিন্দা।
এনএ/