লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। এবার ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননের নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীদের ওয়াচ টাওয়ারে।
ইসরায়েলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ওয়াচ টাওয়ারে। এবং এই হামলায় ইতোমধ্যেই বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা জাতিসংঘ শান্তিরক্ষীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলে তাদের একটি অবস্থানে সরাসরি এবং স্পষ্টতই ইচ্ছাকৃতভাবে গোলাবর্ষণ করে আক্রমণ করেছে। এতে একটি ওয়াচ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়াও, লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) গতকাল বুধবার বলেছে, তার শান্তিরক্ষীরা দক্ষিণ লেবাননের কাফার কিলার কাছে ইসরায়েলি মেরকাভা ট্যাংক থেকে তাদের ওয়াচটাওয়ারে গুলি চালাতে দেখেছে। এই হামলায় দুটি ক্যামেরা ধ্বংস হয়ে গেছে এবং টাওয়ারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।