পূর্ণশক্তিতে লেবাননজুড়ে চলছে ইসরাইলি হামলা। ইতোমধ্যে গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। গত চারদিনে এই হামলায় বাস্তচ্যুত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।
লেবানন কর্তৃপক্ষ বলছে, ইসরাইলি এই তাণ্ডবে নতুন করে প্রাণ গেছে অন্তত ৯০ জনের। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে।