26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এক বিবৃতিতে তারা বলেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের নিকটবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে মঙ্গলবার ভোরে এই অভিযান শুরু হয়েছে। তাদের ভাষায়, এই স্থল অভিযান কেবল হিজবুল্লাহর অবস্থানে ‘সীমিত’ রাখা হয়েছে, যারা উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য সম্প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে স্থলবাহিনীকে সহায়তা করছে।

লেবাননের সীমান্তবর্তী শহর আইতা আল-শাবের বাসিন্দাদের বরাতে রয়টার্স লিখেছে, ভারী গোলাবর্ষণের পাশাপাশি মাথার ওপর হেলিকপ্টার ও ড্রোনের শব্দ শুনতে পাচ্ছেন তারা। লেবাননের সীমান্তবর্তী শহর রেমিশে দফায় দফায় ফ্লেয়ার ছোড়া হয়, যাতে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট সোমবার উত্তর ইসরায়েলের স্থানীয় কাউন্সিল প্রধানদের বলেছিলেন, লেবাননের দক্ষিণ সীমান্তে শিগগিরই যুদ্ধের পরবর্তী পর্যায় শুরু হবে। এক বছরের সীমান্ত যুদ্ধে হিজবুল্লাহর রকেট হামলার কারণে বাস্তুচ্যুত ইসরায়েলিদের ফিরিয়ে আনার লক্ষ্য পূরণেও এই অভিযান সহায়ক হবে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের উত্তেজনা তুঙ্গে, যাতে এখন যুক্তরাষ্ট্র ও ইরানও জড়িয়ে পড়ছে।

ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল-আকসা মার্টায়ারস ব্রিগেডের লেবানন শাখার কমান্ডার মৌনির মাকদাহকে লক্ষ্য করে মঙ্গলবার ভোরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। তার ভাগ্যে কী ঘটেছে তা এখনো অজানা।

রয়টার্স লিখেছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের কাছে জনবহুল আইন আল-হিলওয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরের একটি ভবনে ওই হামলা চালানো হয়। বছর খানেক আগে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরিতা শুরু হওয়ার পর লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শিবিরে এটিই প্রথম হামলা।

সামরিক সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে তারা কোনো মন্তব্য করে না।

সিরিয়ায় কয়েক বছর ধরে ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর থেকে ইহুদি দেশটি হামলা জোরদার করেছে।

ইসরায়েলি হিসাব অনুযায়ী, হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করেছে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করেছে।

এর জবাবে ইসরায়েল গাজায় হামাসের ওপর ব্যাপক হামলা চালায়, যার ফলে ফিলিস্তিন ভূখণ্ডের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন