17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

লেবাননে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এবার চলমান এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘লেবানন আরেকটি গাজা হতে পারে না।’

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। হামলার কয়েক দিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে এই হামলাকে গত বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য সিকিউরিটি কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধে ফিরে আসতে হবে। বেসামরিকদের রক্ষা করতে হবে। বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ‌যেকোনো মূল্যে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলা উচিত।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন