15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্র ও মিত্রদের

ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধ পর্যায়ক্রমে বাড়ায় লেবাননে অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য মিত্র দেশগুলো। খবর বিবিসির।

১১ টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সমস্যার কূটনৈতিক সমাধান করার জন্য অবিলম্বে ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব করেছে।

এক যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেছে, এই ধরনের যুদ্ধবিগ্রহ অসহনীয় এবং এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে, এর কোনোটিই ইসরায়েল বা লেবাননের জনগণের স্বার্থে নয়।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার।

আরেকটি পৃথক যৌথ বিবৃতিতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘বেসামরিক নাগরিকরা যেন তাদের ঘরে ফিরতে, সেজন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার সময় এসেছে।’

এদিকে জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপ ও আরব দেশগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। এই যুদ্ধ যেন আর না ছড়ায়, তা গুরুত্বপূর্ণ।’

তবে, জানা গেছে এখনও ইসরায়েল বা লেবানন এই প্রস্তাব মেনে নেয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন