যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে আজ তৃতীয় দফায় আরও ৩১ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবাননের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তৃতীয় দফায় দেশে ফেরার জন্য রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দায় যাবেন ৩১ বাংলাদেশি। সেখান থেকে আজ তাদের দিবাগত রাত ১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, গত সোমবার লেবানন থেকে ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দল সন্ধ্যায় দেশে ফিরে আসেন। পরে বুধবার লেবানন থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরেন ৬৫ বাংলাদেশি। সব মিলিয়ে লেবানন থেকে দেশে ফিরেছেন ১১৯ জন বাংলাদেশি নাগরিক।
লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।
গত সোমবার আইওএম বাংলাদেশ জানায়, লেবাননে সংঘাত বাড়ার প্রেক্ষিতে আইওএম-ইউএন মাইগ্রেশন ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় লেবানন থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের সঙ্গে সহযোগিতা করছে এবং দেশে আগমনের সঙ্গে সঙ্গে তাদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিচ্ছে।