15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

লেবানন থেকে দ্বিতীয় দফায় ফিরবেন ৬৫ বাংলাদেশি

চলতি সপ্তাহে লেবানন থেকে দ্বিতীয় দফায় ৬৫ জন বাংলাদেশি দেশে ফিরবেন। সব মিলিয়ে দুই দফায় দেশে ফিরছেন ১১৯ জন বাংলাদেশি। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ সোমবার (২১ অক্টোবর) প্রথম দফায় সন্ধ্যা ৬টায় সাত শিশুসহ ৫৪ জনের দেশে আসার কথা রয়েছে। গতকাল রবিবার রাত ১১টায় বৈরুত থেকে তারা জেদ্দা হয়ে বিমানযোগে রওনা করেছেন। তাদের আজ সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এছাড়া আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় দফায় দুই শিশুসহ ৬৫ জন বাংলাদেশে আসবে বলে জানানো হয়েছে। আগামী ২৩ অক্টোবর তাদের ঢকায় পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাস জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন।

দূতাবাস আরও জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন