35 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

লেবানন থেকে মঙ্গলবার ফিরছেন আরও ৪০ বাংলা‌দে‌শি

যুদ্ধবিধ্বস্ত দেশ লেবানন থেকে ফিরছেন আরও ৪০ বাংলা‌দে‌শি। আগামীকাল (৩ ডি‌সেম্বর) মঙ্গলবার ৪০ বাংলা‌দে‌শি নাগ‌রিক দে‌শে ফির‌বেন। তারা বৈরুত থেকে দুবাই হয়ে বিমান‌যো‌গে ঢাকায় ফিরবেন।

স্থানীয় সময় রোববার (১ ডিসেম্বর) রা‌তে এই তথ্য নিশ্চিত করে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হ‌বেন। পরে বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌বে।

প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সব‌শেষ গত ২১ ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রে। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছে মোট ৬৯৭ জন।

টিএ/

দেখুন: ‘সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে’ 
আরও দেখূন: সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন