গাজা ইস্যুতে এবার যুদ্ধের দ্বারপ্রান্তে ইসরায়েল ও লেবাননের হেজবুল্লাহ। লেবানন সীমান্তে সেনা সমাবেশ শুরু করেছে ইসরায়েল।
পূর্ণ হামলা চালালে ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গত আট মাস ধরে ইসরায়েল সীমান্তে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এরমধ্যেই ইরানের জাতিসংঘের মিশন হুমকি দিয়েছে, যদি ইসরায়েল লেবাননে হামলা চালায়, তাহলে বিধ্বংসী যুদ্ধ শুরু হবে। তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে, তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।