ভারতের চলমান লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই পর্বে পশ্চিমবঙ্গসহ আট রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে ৫৭ আসনে ভোট হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, দমদম, জয়নগর, যাদবপুর, মথুরাপুর, দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতা- এই নয় আসনে ভোট হচ্ছে। এদিকে, ভোটের শেষ পর্বে ব্যাপক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বৃহস্পতিবার থেকে ধ্যানে রয়েছেন তিনি। ভোট পর্ব শেষ হলেই ধ্যান ভাঙবেন তিনি। বিষয়টির তুমুল সমালোচনা করছেন বিরোধীরা।