22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎস ওরেগন অঙ্গরাজ্যে থেকে ১৭৩ মাইল ( ২৭৯ কিলোমিটার) দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্ট লাইনে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে এটি অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইট। আর রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমকি ০।

দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে কুস বে থেকে প্রায় ১৮০ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। সিসমোলজিস্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন