30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক

সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের মধ্যে অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছে বাংলাদেশ ও তুরস্ক।এতে করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও কার্যকর হবে বলে দুই দেশের নীতিনির্ধারকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কার্যালয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অমীমাংসিত বিষয় সমাধান এবং নতুন কৌশলগত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠক-পরবর্তী এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও বহুমুখী করতে এই উচ্চপর্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে বলা হয়, “বাংলাদেশকে তুরস্কের দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার দেওয়া হবে, যা সাধারণত তুরস্কের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে দেওয়া হয়।”

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন এবং পূর্ববর্তী অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধান। শক্তিশালীএই উদ্যোগের মাধ্যমে দুই দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহায়তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অগ্রগতি বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক সম্পর্কে একটি আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করবে। এটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে উন্নয়ন, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারত্বকে আরও বিস্তৃত করার পথ তৈরি করবে।

উল্লেখ্য, ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘অণ্টালিয়া কূটনীতি ফোরাম (এডিএফ) ২০২৫’-এ অংশ নিতে বর্তমানে তুরস্ক সফর করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতেও উপস্থিত থাকছেন।

পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের, বাংলাদেশ ১৮১তম

দেখুন: শক্তিশালী রা’ডা’র সিস্টেম সক্রিয় করেছে ই’রা’ন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন