29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

শক্তিশালী ভূমিকম্প ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হেনেছে

ভারত ও মিয়ানমার সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার মাত্রা রিখটার স্কেলে ছিলো ৫.৮।  

আজ বুধবার (৫ মার্চ) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ ​​কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে।

সংস্থাটির তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬ এবং ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

বাংলাদেশের সিলেটেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এনএ/

দেখুন: চীনের নতুন মেশি*নগান যুক্তরাষ্ট্রের মেশি*নগানের চেয়ে ১০০ গুণ শক্তিশালী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন