অন্তর্বর্তীকালীন সরকারের কলেবর বাড়লো। শপথ নিলেন আরও ৪ উপদেষ্টা। সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে। বিকালে বঙ্গভবনে নতুনদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এদিকে, টেলিফোনে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের মধ্যে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে কথা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর চলতি মাসের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়।
বিকালে সরকারে যোগ দিলেন আরো ৪ উপদেষ্টা। বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন ৪ উপদেষ্টা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিদ্যুৎ সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের নিয়ে উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আলাপ হয়েছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে।
সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, এসব বিষয় তুলে ধরেন ভারতের সরকারপ্রধান।