শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। এদিকে, প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি।
সকালে ১১টায় বঙ্গভবনে উপদেষ্টা ফারুক-ই-আজমকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। তিনি যুক্তরাষ্ট্রে থাকার কারণে গত ৮ আগস্ট শপথ নিতে পারেননি।
এদিকে, সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মো. রেজাউল হক ও এস এম এমদাদুল হক শপথ নেন।