০৮/১১/২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা

বিজেপির তৃণমূল নেত্রী রেখা গুপ্তা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর ঐতিহাসিক রামলীলা ময়দানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। তিনি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী এবং চতুর্থ নারী হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ নেতারা।

রেখা গুপ্তা বিজেপির রাজনীতিক এবং আরএসএসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি শালিমারবাগ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।

এর আগে বিধায়ক হিসেবে ২০১৫ ও ২০২০ সালে তিনি শালিমারবাগ থেকে নির্বাচন করেছিলেন। তবে দুবারই তিনি আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীর কাছে পরাজিত হন। এবার তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন।

দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জয়ী হয়েছে, আর আম আদমি পার্টি পেয়েছে মাত্র ২২টি আসন। এমনকি অরবিন্দ কেজরিওয়াল তার নিজের আসনেও পরাজিত হয়েছেন।

এনএ/

দেখুন: শপথ নিলেন প্রধান বিচারপতিসহ দুই উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন