ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করা রাকিবুল হাসান নামের এক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সাজিদা ফাউন্ডেশন। সম্প্রতি ১৮ মার্চ, ফারিয়ার একটি ফেসবুক পোস্টে রাকিবুল হাসান আপত্তিকর মন্তব্য করেন, যা তার ফলোয়ারদের নজরে আসে। ওই মন্তব্যের পর ফারিয়া বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান। এ ঘটনায় সাজিদা ফাউন্ডেশন তীব্র নিন্দা জানিয়ে তাদের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস প্রকাশ করে এবং জানান যে, বিষয়টি তদন্তের জন্য সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শবনম ফারিয়া তার পাল্টা পোস্টে বলেন,
“অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, এবং জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ।” তিনি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের দ্রুত পদক্ষেপ স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন।”
এছাড়া, তিনি সবাইকে আহ্বান জানান যে, “আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ি।” ফারিয়া আরও বলেন যে, সাজিদা ফাউন্ডেশন কর্তৃক নেওয়া পদক্ষেপে তার কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে, এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ফারিয়া একটি অনুষ্ঠানে শাকিব খান, তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিমদের সঙ্গে একমঞ্চে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, রাকিবুল হাসান নামের ওই যুবক ফারিয়াকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এর ফলে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয় এবং অবশেষে ফারিয়া বিষয়টি নিয়ে সোচ্চার হন।
এই ঘটনাটি সবার কাছে একটি বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে যে, নারীদের প্রতি অনাকাঙ্ক্ষিত এবং অশালীন মন্তব্যের বিরুদ্ধে একযোগভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
পড়ুন: শবনমগণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল
দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কেন চান না ফখরুল? |
ইম/