শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার ফাতেমা ইসলামের বিরুদ্ধে আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকাল ৫টার সময় শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল বরাবর লিখিত অভিযোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক ও জুলাই আহত যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর)। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করে ওই অভিযুক্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আল্টিমেটাম দেয়া হয়েছে অভিযোগে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়,ভেদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অফিস কাম কৃষক প্রশিক্ষণ কেন্দ্র দখল করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিনধরে বসবাস করছে। এসংক্রান্ত অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নজরে এসেছে।আগামী ৪৮ ঘন্টার মধ্যে কৃষি কর্মকর্তার বিরুদ্ধের ব্যবস্থা নেয়া সহ ৩ টি দাবি জানানো হয়েছে অভিযোগে।
দাবি গুলো হলো,ওই ভবনে যতদিন বসবাস করেছেন তার বাসা ভাড়া হিসাবে যত টাকা আসে সরকরি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া যতদিন তিনি ওই অফিসে বসবাস করে কারেন্ট বিল সহ সরকারের যে টাকা তছরুপ করেছেন সমদয়এর টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। অফিসকে তার নিজের বাড়ি বানানোর কারনে সে নিয়মিত অফিস করেছেন কিনা তার প্রমান হিসেবে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ব্যাবস্থা নিতে হবে। সরকারি নিয়ম ভেঙ্গে দীর্ঘদিন সরকারি অফিসে বসবাস করা সহ নানা অনিয়ম দুর্নিতি অভিযোগ উঠার কারনে তাকে উপযুক্ত শান্তি দিয়ে প্রত্যাহার করা না হলে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী ব্যবস্থা নিবে বলে উল্লেখ করেছে ওই আবেদনে।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল বলেন, অভিযোগটি পেয়েছি। তবে ওই কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামের বিষয়ে উর্ধতন কর্মকর্তারা জানে। মন্ত্রনালয়ের থেকে একটা সুস্ঠ সিদ্ধান্ত আসবে। বিষয়টি আমার হাতে নেই। একটু সময় দিতে হবে।
পড়ুন: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত
দেখুন: পুলিশ থেকে আসামি ছিনিয়ে যুবলীগ নেতার ফেসবুক লাইভ
এস