31 C
Dhaka
রবিবার, নভেম্বর ১০, ২০২৪
বিজ্ঞাপন

শরীয়তপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

শরীয়তপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবজাতকের স্বজন ও শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় রোগির স্বজন ও শিক্ষার্থীরা ঘটনার তদন্ত করে ও ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দোষীদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর আতিকা সুলতানা নামে এক গর্ভবতী নারী প্রসব বেদনা নিয়ে শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালে ভর্তি হয়। তখন আতিকা সুলতানার স্বামী মোঃ বাবুল সিকদার নামাজ আদায় করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার অনুমতি ছাড়াই অপারেশন করে।

অপারেশনে কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পর থেকেই নবজাতক অসুস্থ হয়ে পরে। তাকে ঢাকায় পাঠানো হলে সেখানেই মৃত্যুবরন করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান ভুল চিকিৎসার কারণে নবজাতকের সমস্যা হয়েছে।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন