26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

শরীয়তপুরে সরকারি ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

মোবাইল ব্যাংকিং সেবা নগদের অ্যাকাউন্ট থেকে সরকারি ভাতার লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। কৌশলে গোপন পিন জেনে নেয়ার পর, ওটিপি ছাড়াই টাকা তুলে নিচ্ছে তারা। এতে বিস্মিত সেবাদানকারীরাও। এমন ঘটনা শরীয়তপুরের বিভিন্ন উপজেলায়। সমাজসেবা ও নগদের অফিসে গিয়েও, মিলছে না সমাধান।

প্রধানমন্ত্রী টাকা উপহার দিয়েছেন। এই টাকা আপনার মোবাইলে যোগ হবে। অনেককেই এসব কথা বলে ফোন করা হচ্ছে। কৌশলে জেনে নেয়া হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা নগদের গোপন পিন নম্বর। এরপর, টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র। শরীয়তপুরের বিভিন্ন উপজেলায়, সরকারি ভাতার টাকা খোয়ানোর এমন ঘটনা শত শত।

নড়িয়া উপজেলার চুন্নু মুন্সীর মায়ের বয়স্ক ভাতাসহ ৫৮ হাজার নিয়ে গেছে প্রতারকরা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রতারক চক্রের টার্গেট বয়স্ক এবং প্রতিবন্ধীদের দেয়া সরকারি ভাতার প্রতি। মোবাইল সেবা সম্পর্কে তাদের ধারণা কম থাকায়, তাদের সরলতার সুযোগ নিচ্ছে প্রতারকরা। দেয়া হচ্ছে নানান পুরস্কারের প্রলোভনও।

সমস্যা নিয়ে বিপাকে পড়ছেন স্থানীয় নগদ মোবাইল ব্যাংকিং সেবা দেয়া দোকানদাররাও। তারা বলছেন, কারো কারো ভাতা প্রতারকরা নিয়ে যাচ্ছে ওটিপি কোড ছাড়াই। কিভাবে এমনটা ঘটছে, তা নিয়ে বিস্মিত তারা।

প্রতারিত হয়ে অনেকেই ভিড় করছেন সমাজসেবা ও নগদের অফিসে।

অনেকেই বলছেন, ফোনে কিছুক্ষণ কথা বলার পর, তারা প্রতারকদের কারসাজি ধরে ফেলছেন। বুঝতে পেরে, ফোনকল কেটে দিচ্ছেন তারা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন