শরীয়তপুরে ভেদরগঞ্জর সখিপুর ইউনিয়নে সাপের কামড়ে রুনিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে সখিপুর ইউনিয়নের হামিদ মুন্সির কান্দিতে এ ঘটনা ঘটে।
নিহত রুনিয়া বেগম ওই গ্রামের মৃত আমান মোল্লার স্ত্রী এবং আব্দুর রশিদ মালের মেয়ে। মৃত্যুকালে চার সন্তান রেখে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১১ টার দিকে রুনিয়া বেগম খেতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি বিষধর চন্দ্রবোড়া নামক একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। সাপের কামড়ের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরমান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনের ভাই জাহাঙ্গীর মাল বলেন, “এলাকায় সাপে কাটা অনেক সাধারণ ঘটনা। কিন্তু প্রতিবারই দেখা যায় চিকিৎসা ব্যবস্থা না থাকায় মানুষ মারা যাচ্ছে। আমরা বারবার বলার পরও কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন।”
ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালের ডা. আরমান বলেন “ঘটনাটি দুঃখজনক। আমাদের এখানে বর্তমানে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে, রোগীকে সময় মত নিয়ে আসলে হয়তো বেচে যেতো, আমরা রোগিকে টেস্ট করিয়েছি টেস্ট ভালো ছিলো ধারনা করা হয়েছিলো বিষাক্ত সাপে কাটে নাই।