১৯/০৬/২০২৫, ০:০০ পূর্বাহ্ণ
26.1 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:০০ পূর্বাহ্ণ

শরীয়তপুরের ভেদরগঞ্জে কতিপয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জে আমরা বিএনপি পরিবার এর ব্যানারে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী কতিপয় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের আহবায়ক ইমরান হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক আনিসুর রহমান রাশেদ ঢালী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার মুখ্য সদস্য সচিব মোঃ সালেহ আকরাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তৃতা বলেন, ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের নামধারী কিছু সন্ত্রাসীরা ভেদরগঞ্জের বিএনপির রাজনীতিতে একটি ত্রাস সৃষ্টি করছে। ঈদের আগের দিন ভেদরগঞ্জ হাসপাতালে ছাত্রদল নেতা পন্নি কাজীর উপর হামলা করেছে নামধারী ছাত্রদল বাহীনি। পাশাপাশি ফারদিন মৃধা নামে একজন ছাত্রকেও মারধর করে সে এখন ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা প্রকৃতপক্ষে ছাত্রদলের কেউ না। তারা কতিপয় সন্ত্রাসী গোস্ঠী তারা আওয়ামী লীগের পেতাত্তা। আমরা তাদের গ্রেফতার ও বিচার চাই।

উল্লেখ্য, ঈদুল আজহার আগের দিন রাতে ভেদরগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় গুরুতর আহত ফারদিন মৃধা(১৫) ও পন্নি কাজী(৩২)। এদের মধ্যে ফারদিন মৃধা ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় ভুগছেন। সে পৌরসভা ১নং ওয়ার্ডের হানিফ মৃধার ছেলে। এঘটনায় দুগ্রুপের পক্ষে বিপক্ষের ভেদরগঞ্জ থানায় বিভিন্ন ধানায় মোট ৩ টি মামলা রুজু হয়। গত রোববার পুলিশ আরমান সরদার ওরফে কালু (১৮) নামে একজনকে একটি মামলা গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

ভেদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম জানান, এঘটনায় থানায় ৩ টি মামলা রুজু হয়েছে। আমরা একজন আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। বাকি আসামীদের গ্রেফতারের কাজ অব্যাহত রয়েছে।

পড়ুন: ৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন নাগার্জুনের ছোট ছেলে আখিল

দেখুন: বেড়েই চলেছে গণপরিবহনে যৌন হয়রানি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন