২১/০৬/২০২৫, ২৩:৪২ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৪২ অপরাহ্ণ

শরীয়তপুরে অন্তঃসত্বা নারীকে পিটিয়ে আহত

শরীয়তপুরের গোসাইরহাটে পারিবারিক দন্দের জেরে চারমাসের অন্তঃসত্বা রিয়ামনিসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ রবিবার (১৮ মে) বিকেল ৩ টার দিকে হাসপাতালে যাওয়ার সময় গোসাইরহাট বাসস্ট্যান্ডে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এবিষয়ে উপজেলা মিত্রসেন পট্রি গ্রামের বাসিন্দা মো. আবুল বেপারী গোসাইরহাট থানায় ১১ জনের নামে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। জানা যায় শফিক বেপারীসহ ১১ জন ওই অন্তঃসত্বা নারী কে হামলা চালায়।পরে স্বজনরা এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম।

এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘ ৪০ বছরের ভোগদখলীয় প্রায় ৫০ শতাংস জমি রয়েছে। প্রতিবেশী রফিক সিকদার ও ছোবাহান সিকদার, সহীত শতাংশ জমিতে দোকান ঘর নির্মান করে শর্ত সাপেক্ষে ভাড়া দেয় আবুল বেপারী। হঠাৎ তারা শর্তভঙ্গ করে ঐ জমি দাবি করে। এরপরে আবুল বেপারী দোকান ঘরের যায়গা পাওয়ার জন্য আইনের আশ্রয় নিয়ে আদালতে অভিযোগ করেন। দীর্ঘদিন চলমান থাকার এরপরে আদালত দখল হতে দোকান ঘর ছাড়ার জন্য নির্দেশ দেয়। এরপরে আবুল বেপারী ঐ যায়গা থেকে তাদের দোকান ঘর সরিয়ে নিতে বললে উল্টো তারা হুমকি প্রদান করে। এরপরে আবুল বেপারী নিজের নিরাপত্তা চেয়ে গোসাইরহাট থানায় একটি জিডি করেন।

সেই জিডির সুত্রধরে গত বৃহস্পতিবার পৌরবাসষ্টান্ডে আবুল বেপারীর ছেলে রিয়াদ বেপারীর সাথে কাদের সিকদারের ছেলে ছোবাহানের সাথে বাকবিতন্ডা হয় এরপরে একপর্যায়ে তা সংঘাতে সৃষ্টি হলে ছোবাহানের ছেলে আসিফ ও আতিকুল,মিজান, ও জয়নাল বেপারীর ছেলে শফিক ও নাছির বেপারীসহ, ৮-১১ জন মিলে রড শাবাল দিয়ে এলোপাতারি মারপিট করে আহত করে।তাদের চিৎকার শুনে আমার মেয়ে ৪ মাসের অন্তঃসত্বা রিয়ামনি আসলে তাকেও রড শাবাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে খবর পেয়ে স্ত্রী কুলছুম বাতিজা ছায়েম ও রিয়াদ বেপারী ছুটে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে এরপরে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত অন্তঃসত্ত্বা নারী রিয়ামনি বলেন,আমি বাবার বাড়ি বেড়াতে এসেছি। আমি হাসপাতালে যাওয়ার সময় আমার ছোট ভাইকে সহ আমাকে ওরা পেটে লাথি দেয় এলোপাতারি মারে। আমার অবস্থা ভালো না। আমি ওদের বিচার চাই।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম জানান, এবিষয়ে দুইপক্ষের লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএ/

দেখুন: শরীয়তপুরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন