16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

শহীদ মিনার থেকে এক দফা দাবির ঘোষণা শিক্ষার্থীদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।’ 

সরকার পদত্যাগের এই এক দফা দাবিতে আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন।’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন