১৪/০৬/২০২৫, ১৩:৩৪ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:৩৪ অপরাহ্ণ

শাকিব খানের শ্রীলঙ্কা যাওয়ার কারণ কী?

প্রায়ই কাজের সূত্রে দেশের বাইরে পাড়ি জমান মেগাস্টার শাকিব খান। কখনো যুক্তরাষ্ট্র, কখনো সংযুক্ত আরব আমিরাত, আবার ভারতেও যান তিনি। মূলত ছবির শুটিংয়ের কাজেই বাইরে বাইরে এভাবে ঘুরে বেড়ান নায়ক।

শোনা যাচ্ছে, এবার নতুন সিনেমার শুটিংয়ের জন্য দেশ ছেড়েছেন শাকিব খান। সপ্তাহখানেকের জন্য গেলেন দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায়। শুক্রবার সকালের একটি ফ্লাইটে মেগাস্টার ঢাকা ত্যাগ করেছেন- এমনই খবর মিলল।

জানা গেছে, সেখানে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘তাণ্ডব’ এর বাকি থাকা কিছু শুটিংয়ের কাজ সারবেন তিনি। ‘তাণ্ডব’ ছবির গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।

আরও জানা গেল, ইতোমধ্যে সিনেমার শুটিং অনেকটাই এগিয়ে রয়েছে; যেগুলোর প্রায় ৭০ শতাংশ ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সম্পন্ন হয়েছে।

গত বছর তুফানি সাফল্যের পর ‘তাণ্ডব’ এর মধ্য দিয়ে শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী। ছবিটির প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।

পড়ুন : ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন